আপনার জিজ্ঞাসা
সুরা ইখলাস তিনবার পড়লে কুরআন খতমের সওয়াব হয় কি?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ২৯৫৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে আবদুর রহমান জানতে চেয়েছেন, সুরা ইখলাস তিনবার পড়লে কুরআন খতমের সওয়াব হয় কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সুরা ইখলাস তিনবার পড়লে কুরআন খতমের সওয়াব হয় কি?
উত্তর : ধন্যবাদ আপনাকে। আপনি জানতে চেয়েছেন, সুরা ইখলাস তিনবার পড়লে একবার আল কুুরআন খতমের সওয়াব পাওয়া যাবে কি-না। না এই বক্তব্যটি পুরোপুরি শুদ্ধ নয়। এই মর্মে একটি হাদিস রয়েছে। কিন্তু যেটি দলিলের দিক দিয়ে দূর্বল। কেউ কেউ আবার ভুলও বলেছেন। রাসুল (সা.) বলেছেন, সুরা ইখলাস একবার পড়া মানে কুরআনের এক-তৃতীয়াংশের সমান। এখানে রাসুল (সা.) কী বুঝিয়েছেন সেটা বুঝতে হবে। এটা মূলত তিনি জ্ঞানের দিক থেকে বলেছেন। তাই রাসুল (সা.) কী বুঝিয়েছেন সেটা বুঝতে হবে। এটা একটি বিশদ আলোচনার ব্যাপার। এক্ষেত্রে আপনি একবার পড়লে কুরআনের এক তৃতীয়াংশ পড়ার সওয়াবই পাবেন। তিনবার পড়লে যে পুরা কুরআন পড়ার সওয়াব পাবেন সেটি ঠিক নয়। এটা অংক কষার বিষয় নয়। এটি উপলব্ধির বিষয়। তাই এটিকে অংকের সমীকরণের উপস্থাপন করা যায় না।