আপনার জিজ্ঞাসা
বিশ্বকাপ ফুটবল দেখা কি জায়েজ ছিল?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৫৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে আব্দুর রহমান জানতে চেয়েছেন, বিশ্বকাপ ফুটবল দেখা কি জায়েজ ছিল? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বিশ্বকাপ ফুটবল দেখা কি জায়েজ ছিল?
উত্তর : প্রথম কথা হচ্ছে, বিশ্বকাপ ফুটবল বা ফুটবল খেলা একটি বিষয় আরেকটি হচ্ছে খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়। ইসলাম অনুসারে, ফুটবল খেলা হারাম নয়। যতক্ষণ পর্যন্ত এর সঙ্গে অন্য হারামের কিছু যুক্ত না হবে ততক্ষণ সেসব হারাম নয়। আরেকটি হলো, এখানে প্রচুর সময় ব্যয় করা হয়। অনেকেই এরজন্য সময় বের করেন। দেখা যায়, এই আয়োজনকে কেন্দ্র করে সারাবিশ্বের যুবক সমাজের মধ্যে আবেগ বা উন্মাদনা সৃষ্টি হয়। তখন তারা অনেক দায়িত্ব পালনেই ব্যর্থ হয়। সময় অনেক নষ্ট করে। তাই আমি নিজে বলব, এর জন্য ব্যপক সময় নষ্ট করা উচিত নয়। কারণ সময়ের মূল্য অনেক বেশি। আল্লাহ বলেছেন, সময় যদি কারো নষ্ট হয় তাহলে তার সবকিছু নষ্ট হবে। তাই বলব, এসব খেলা বৈধ সেটা নিয়ে কথা নেই। কিন্তু এর পেছনে সময় ও অর্থ ব্যয়ের সীমাটা বুঝতে হবে। উন্মাদনার কোনো স্থান নেই ইসলামে। তাই সেক্ষেত্রে লিমিট বুঝতে হবে আমাদের।