গাজীপুর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. ইউনুছ আর নেই
গাজীপুর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. ইউনুছ আলী (৭৩) মারা গেছেন। আজ রোববার দুপুরে (১ জানুয়ারি ২০২৩) তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, গাজীপুর শহরের কেন্দ্রীয় মসজিদ রোডে নিজের চেম্বারের দোতলা থেকে সিঁড়ি বেয়ে নামছিলেন। এ সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
মৃত্যুকালে ডা. মো. ইউনুছ আলী স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, দুই ভাই, পাঁচ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে ও যোগীতলা এলাকায় জানাজা শেষে রাতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
ডা. মো. ইউনুছ আলী গাজীপুর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, রোটারি ইন্টারন্যাশনাল, গাজীপুর ইউনিটের সাবেক সভাপতি, প্রবীণ কল্যাণ সমিতির সভাপতি, ক্যানসার সোসাইটি, গাজীপুর অ্যাজমা অ্যাসোসিয়েশন, সোবহান মেমোরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা, গাজীপুর হার্ট ফাউন্ডেশন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাবেক মেডিকেল অফিসার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাবেক সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণ সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।