আ.লীগের শেকড় অনেক গভীরে, কেউ ধ্বংস করতে পারবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আইয়ুব খান পরবর্তীতে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ক্ষমতায় এসে আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছে। কিন্তু তাঁরা ব্যর্থ হয়েছে। কেউ আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না। কেননা আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে।’
আজ বুধবার (১১ জানুয়ারি) সংসদে প্রশ্ন-উত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এইদিনে ২০০৭ সালে ১/১১ হয়েছিল। এর জন্য বিএনপি দায়ী। কেননা বিএনপির দুঃশাসন, ভোট চুরি, জঙ্গিবাদ লুটপাট দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও সংঘাতের কারণে ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক কোটি ভুয়া ভোটার তৈরি করে ভোটর চুরির পরিকল্পনা করেছিল। বাংলাদেশের মানুষ ওই পরিস্থিতি মেনে নিতে পারেনি। মানুষ প্রতিবাদী হয়ে ওঠে। এর ফলে ওয়ান ইলেভেনের সৃষ্টি।’
শেখ হাসিনা আরও বলেন, ‘পরবর্তীতে ওয়ান ইলেভেন এসে প্রথমে আমাকে গ্রেপ্তার করা হলো। আমাকে দেশে প্রবেশ করতে দিবে না। কিন্তু আমি দেশে ফিরে আসার পর গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়া হলো। বিএনপির সময় ১২টি মামলা, পরবর্তীতে কেয়ারটেকারের সময় কিছু মামলা করে। কিন্তু ২০০৮ সালে নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে ক্ষমতায় আসি। উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। গত ১৪ বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে; তা স্বাধীনতার পর আর হয়নি। এ উন্নয়ন অব্যাহত থাকবে।’