ঢাবি ও অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থী বহিষ্কার
পরীক্ষায় নকল, নারী উত্ত্যক্ত, বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত কর্মকাণ্ড ও মাদক গ্রহণসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত কলেজের এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে ও ১০৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক সভায় আজ বুধবার (২৫ জানুয়ারি) এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, স্থায়ীভাবে বহিষ্কারকৃত শিক্ষার্থীর নাম মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুল। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত বছরের ৩১ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেয় শৃঙ্খলা কমিটি।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আজ ঢাবি শৃঙ্খলা কমিটির মিটিং হয়েছে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষায় নকল বা অনিয়ম ও বোর্ড অব কন্ডাক্ট ভায়োলেশনসহ বিভিন্ন অপরাধমূলক কাজে সম্পৃক্ততার প্রমাণ সাপেক্ষে ঢাবি ও অধিভুক্ত কলেজসমূহের মোট ১০৯ জন শিক্ষার্থীকে স্থায়ী, সাময়িক ও বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে শাস্তি প্রদান করা হয়েছে। দুই বছর থেকে চার বছর পর্যন্ত এ শাস্তির ব্যপ্তি।’
শিগগিরই বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলেও জানান অধ্যাপক গোলাম রব্বানী।