বইমেলা প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
অমর একুশে গ্রন্থমেলা শুরু হতে বাকি আর একদিন। ফলে মেলাপ্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত স্টল ও প্যাভিলিয়ন তৈরির কারিগর, প্রকাশক ও মেলা সংশ্লিষ্টরা।
আজ সোমবার (৩০ জানুয়ারি) বাংলা একাডেমি ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গিযে এমন চিত্রই দেখা গেছে।
করোনা সংকটের কারণে বাংলা একাডেমির আয়োজিত গত দুবারের বইমেলা প্রচলিত ও নির্ধারিত সময়ে না হলেও এবার সময় মতোই অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘পড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে আগামী পহেলা ফেব্রুয়ারি (বুধবার) শুরু হয়ে ৩৯তম এ বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত। প্রথম দিন বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বিকেল ৫টায় সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মাসব্যাপী এ মেলা।
বইমেলার নির্ধারিত স্থান ঘুরে দেখা যায়, অধিকাংশ স্টল বা প্যাভিলিয়নগুলোর মূল কাঠামো তৈরির কাজ শেষ হয়ে গেছে। স্টলগুলোর সামনে ব্যানার লাগানো, ডেকোরেশন বা নকশাসহ বেশকিছু আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে। শ্রমিকদের মধ্যে কেউ কেউ স্টলের দেওয়াল ও ডেস্কে রঙ লাগাচ্ছেন, কেউ আবার ব্যানার টানাচ্ছেন, আবার কেউ স্টলের নাম সম্বলিত বোর্ডে ক্ষোদাই করা বর্ণমালা রঙিন করার কাজ করছেন। এর বাইরে কিছু কিছু স্টলে এখনো মূল কাঠামোর কাজ চলমান রয়েছে। এ কাজগুলো আগামীকালের (মঙ্গলবার) মধ্যেই শেষ হয়ে যাবে বলে শ্রমিক ও সংশ্লিষ্টরা জানান।
মেলায় স্টল তৈরিতে কর্মরত এক শ্রমিক বলেন, ‘আমাদের স্টলের মূল কাঠামোর কাজ শেষ। আগামীকাল সারা দিনে বাকি কাজ শেষ হয়ে যাবে। রঙ বা নকশা করাসহ আরও কিছু কাজ বাকি আছে।’
অন্যপ্রকাশের প্যাভিলিয়ন তৈরির কন্ট্রাক্টর উবায়েদ বলেন, ‘আমরা অন্য প্রকাশের এই কাজটা নিয়েছি। এটাকে আমরা কার্জন হলের আদলে করেছি। কাজ আজকে অনেকটাই শেষের দিকে। আশা করি, কাল একবারে শেষ হয়ে যাবে।’
ভাষাচিত্র প্রকাশনীর সঙ্গে সম্পৃক্ত একজন বলেন, ‘আমাদের প্রকাশনীর স্টল তৈরিতে শ্রমিকরা কাজ করছে। এ কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। দ্রুত কাজ শেষ করার জন্য শ্রমিকদের সঙ্গে আমরা নিজেরাও কিছু কিছু কাজ করছি। আশা করি, কাজ শেষ হলে আগামীকাল অথবা পরশু স্টলে বই তুলতে পারব।’
এবারের বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে, শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা ও শনিবার দুপুর ১টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতি রয়েছে ।