রমিজের অবাক প্রশ্ন, আফ্রিদিরও পাল্টা
পাকিস্তান সুপার লিগে একের পর এক কাণ্ড ঘটিয়েই চলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব আল হাসানের বদলে লেন্ডল সিমন্সকে ম্যাচসেরা ঘোষণা করে এক দফা সমালোচিত হয়েছিলেন। সে ঘটনার রেশ কাটতে না-কাটতেই তামিম ইকবালকে ভাষা-সংক্রান্ত অদ্ভুত প্রশ্ন করে আরেক দফা বিরক্তি উৎপাদন করেছিলেন। এবার পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গেও অদ্ভুত আচরণ করেছেন রমিজ। আফ্রিদিও যে রমিজের আচরণে খুব একটা খুশি হননি, সেটাও বোঝা গেছে পরিষ্কারভাবে।
তামিম ইকবালের দারুণ ব্যাটিংয়ের সুবাদে প্রথম দুটি ম্যাচ জিতে পিএসএলের শুরুটা দারুণভাবে করেছিল আফ্রিদির দল পেশোয়ার জালমি। কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচে হোঁচট খেয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে তিন উইকেটে হেরে গেছেন আফ্রিদি-তামিমরা। উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত হেরে গেলেও সমর্থকদের একটা জমজমাট ম্যাচ উপহার দিতে পেরে বেশ সন্তুষ্টই ছিলেন আফ্রিদি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রমিজ রাজার প্রশ্নে সেটাই বলছিলেন পাকিস্তানের এই অভিজ্ঞ ক্রিকেটার।
একপর্যায়ে রমিজ আফ্রিদিকে প্রশ্ন করেন, এই হারের ধাক্কা সামাল দেবেন কীভাবে? তখন আফ্রিদি মনে করিয়ে দেন, আগের দুটি ম্যাচে তাঁরা জয়ও পেয়েছেন। এরপরই আফ্রিদিকে সেই অদ্ভুত প্রশ্নটি করেন রমিজ, ‘তাহলে কি এবার দুইটা ম্যাচ হারবেন?’ অদ্ভুত এই প্রশ্ন শুনে আফ্রিদিও রমিজকে করেন পাল্টা প্রশ্ন, ‘কেন হারব?’
রমিজের অদ্ভুত প্রশ্নে আফ্রিদি যে মোটেও খুশি হতে পারেননি, সেটাও বোঝা গেছে স্পষ্টভাবে। হেসে হেসে রমিজের কথার উত্তর দিলেও সাক্ষাৎকারপর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আফ্রিদি যেভাবে মাথা ঘুরিয়ে চলে গেছেন, তাতে তাঁকে খুব বেশি সন্তুষ্ট মনে হয়নি।