সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ৯৯ দশমিক ৮১ শতাংশ
দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ অন্যতম। প্রতিষ্ঠানটিতে এবার এইচএসসি পরীক্ষায় ৯৯ দশমিক ৮১ শতাংশ পাস করেছে। জিপিএ ফাইভ পেয়েছে ১০১৫ জন।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী ছিল ১০৭৮ জন। তন্মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১০৭৫ জন। পাস করেছে ১০৭৩ জন। অকৃতকার্য হয়েছে মাত্র তিনজন। তবে জিপিএ ফাইভ পেয়েছে ১০১৫ জন। পরীক্ষার ফলাফল প্রাপ্তির পর শিক্ষার্থীর বাঁধভাঙা উল্লাস।
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী।
৮০ হাজার ৫৬১ জন ছেলে জিপিএ-৫ পেয়েছেন। আর ৯৫ হাজার ৭২১ জন মেয়ে পেয়েছেন জিপিএ-৫। এ ছাড়া পাসের হারেও এগিয়ে আছেন মেয়েরা। মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে মেয়েরা পাস করেছে ৮৭ দশমিক ৪৮ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৮৪ দশমিক ৫৩ শতাংশ।
এবার মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। এর মধ্যে মেয়ে পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৫ জন। তাঁদের মধ্যে পাস করেছেন চার লাখ ৯৬ হাজার ৭৪৩ জন। আর ছেলে পরীক্ষার্থী ছয় লাখ ৯ হাজার ৫২২ জন। তাঁদের মধ্যে পাস করেছেন পাঁচ লাখ ১৫ হাজার ২৪৪ জন।