আপনার জিজ্ঞাসা
এক বছরের কম বয়সী ছাগল দিয়ে আকিকা দেওয়া যাবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৮৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে মোহাম্মদ সুজন জানতে চেয়েছেন, এক বছরের কম বয়সী ছাগল দিয়ে আকিকা দেওয়া যাবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : এক বছরের কম বয়সী ছাগল দিয়ে আকিকা দেওয়া যাবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এক বছরের কম বয়সী ছাগল কিংবা দুম্বা দিয়ে আকিকা দেওয়া জায়েজ তখনই হবে যখন সেটি একটু স্বাস্থবান ও সুস্থ হয়। তবে এর শর্ত হচ্ছে এক বছর অন্তত হওয়া। স্বাভাবিকভাবে নিয়ম এটি। তবে এই ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ধরেন এক বছরের কাছাকাছি হয়ে গেছে, কয়েকদিন কম আছে এমন হলে মাফ হওয়ার যোগ্য। তাতে সমস্যা নেই। একদম ৩৬৫ দিন হতেই হবে একেবারে তাই নয়। ১১ মাস হলেও দিতে পারবেন যদি সেক্ষেত্রে ছাগল বা দুম্বা সুস্থ ও স্বাস্থবান হয়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।