আপনার জিজ্ঞাসা
ভূত বলতে কি কিছু আছে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৮৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে মোহাম্মদ সুজন জানতে চেয়েছেন, ভূত বলতে কি কিছু আছে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ভূত বলতে কি কিছু আছে? ভূত নিয়ে ইসলাম কী বলে? গল্প ও বিভিন্ন বইতে তো অনেক ভূত নিয়ে কথা বলা হয়।
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ভূত বলতে আসলেই কিছু আছে কি না সে ব্যাপারে ইসলাম, কোরআনে-হাদিসে এমন কোনো দলিল আসেনি। ভূত বলতে কি জ্বিনদের বুঝানো হয়েছে? না সেটাও হয়নি। ভূত হয়তো একটি কল্পনা। যারা ভূতের চিন্তা দেন এটা একটা কাল্পনিক চিন্তা দেন। সেটাকে বিভিন্নভাবে বলা হয়। তবে এর কোনো বাস্তবতা আছে সেটা তো কোরআনে আসেনি। এ ছাড়া বিজ্ঞানও এটিকে গ্রহণ করে না। তাই বলব, এটি শুধুই অলীক কল্পনা। এটি নিয়ে ইসলামে কোনো ব্যাখ্যা বা দলিল নেই।