আপনার জিজ্ঞাসা
রাসুল (সা.)-এর উছিলা করে দোয়া করা যাবে কি?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৮৬তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে মোহাম্মদ জাকির হোসেন জানতে চেয়েছেন, রাসুল (সা.)-এর উছিলা করে দোয়া করা যাবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : রাসুল (সা.)-এর উছিলা করে দোয়া করা যাবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রাসুল (সা.)-এর উছিলা করে দোয়া করা নিয়ে অনেক আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। অনেক আলেম বলেছেন, রাসুল (সা.)-এর উছিলা করে দোয়া করা বিদআত। এই বক্তব্যে অনেক আলম একমত হয়েছেন। তার কারণ হচ্ছে, রাসুল (সা.) নিজেও কখনো নিজের উছিলা করে দোয়া করেননি। আমরা জানি, রাসুল (সা.) আল্লাহর কাছে দোয়া করেছেন, তার অসংখ্য দোয়া হাদিসে আছে এবং আমরা সেটা জানি। কিন্তু কোথাও পাওয়া যায়নি যে, রাসুল (সা.) নিজেকে উছিলা করে দোয়া করেছেন। তিনি দোয়া করতে নেক আমলকে উছিলা করেছেন, আল্লাহর সুন্দর সুন্দর নামগুলোকে উছিলা করে দোয়া করেছেন। তিনি নিজের নামকে উছিলাকে করতে আমাদের বলেননি। তাই এতে স্পষ্ট বুঝা যায় যে, রাসুল (সা.)-এর উছিলা করে দোয়া করার বিষয়টি কোথাও আসেনি। এই কারণেই এটি আলেমদের মধ্যে দ্বিমত সৃষ্টি করেছে। তবে দোয়ার মধ্যে রাসুল (সা.)-এর দুরুদ পাঠ করার বিষয় আছে। সেটা ভালো কাজ। এটি সুন্নাহ। এটি নিয়ে কোনো সন্দেহ নেই।