আপনার জিজ্ঞাসা
প্রবাসী দিবস পালন করা নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৮৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে মুনিন জানতে চেয়েছেন, প্রবাসী দিবস পালন করা নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : প্রবাসী দিবস পালন করা নিয়ে ইসলাম কী বলে? এটি কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটি যদি নিয়মিত একটা আনুষ্ঠানিকতায় রূপ দেওয়া হয় তাহলে জায়েজ নেই। যদি ঈদের মতো আনুষ্ঠানিকতায় নিয়মিত করা হয় তাহলে সেটা পালন করা উচিত নয়। কারণ নিয়মিত করে ফেললে এটা অন্যদের সংস্কৃতি হয়ে যায়। এটা ইসলামি সংস্কৃতি নয়। রাসুল (সা.) এটা নিষেধ করেছেন। এ ছাড়া দিন নির্দিষ্ট না করে যে কোনো সময় পালন করা যেতে পারে। প্রবাসীদের সম্মানের জন্য এটা যে কোনো দিন আনুষ্ঠানিকতা পালন করা যেতে পারে। তাতে কোনো সময় নেই। শুধু মাত্র একটি নির্দিষ্ট নিয়মে রূপ না দিলে হয়।