দুর্গন্ধ জনিত সমস্যা দূর করার কোনো আমল আছে কী?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২,৯৮৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে আয়শা জানতে চেয়েছেন, দুর্গন্ধ জনিত সমস্যা দূর করার কোনো আমল আছে কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : পরিস্কার থাকার পরও যাদের দুর্গন্ধ জনিত সমস্যা থাকে তাদের কী কোনো আমল আছে? ডাক্তার দেখানো হয়েছে, এমনকি এই সমস্যার জন্য ডিভোর্স হয়ে যেতে পারে। এর সমাধান কী?
উত্তর : ধন্যবাদ আপনাকে। এখানে আপনি এই সমস্যাটার জন্য হয়তো আমল বলতে দোয়া-জিকির ইত্যাদিকে বুঝিয়েছেন। এটা আসলে শুদ্ধ পন্থা নয়। রাসুল (সা.) এসব সমস্যা বা অসুস্থতার জন্য নির্দিষ্ট কোনো দোয়া কিংবা আমল করতে বলেননি। আপনি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন। ক্ষমা চাইবেন। কিন্তু এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। এটা কোনো সমস্যার জন্য হয়তো হচ্ছে। আপনি এর জন্য ভালো চিকিৎসা নিন। প্রতিটি রোগের জন্য চিকিৎসা আছে। আল্লাহতালা চিকিৎসা নেওয়ার কথা বলেছেন। তাই আপনি এর সঠিক চিকিৎসা নিন। রোগ আল্লাহর এক রকমের পরীক্ষা। এক রকমের আজাব। কিন্তু আল্লাহ এমন কঠিন করেননি যে এটা কখনোই ভালো হবে না। অবশ্যই চিকিৎসা আছে। আপনি সেই দিকটা ভালো করে দিক। আর আপনি সুগ্ধন্ধি মাখতে পারেন। নারীদের ঘরে সুগ্ধন্ধি মাখার নিয়ম আছে।