সাকিবের সঙ্গে দ্বন্দ্ব ইস্যুতে যা বললেন তামিম
বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে বড় খবর ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার দ্বন্দ্ব। এই দুই ক্রিকেটারকে নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের চাঞ্চল্যকর মন্তব্যের পরই দেশের ক্রিকেটে আলোচনার তুঙ্গে সাকিব-তামিম ইস্যু।
সাকিব-তামিমের মধ্যে সম্পর্ক কেমন, তা নিয়ে কখনোই কোনো কিছু খোলাসা করেননি এই দুই ক্রিকেটারের কেউই। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে এই দুইজনের সম্পর্কে টানাপোড়নের বিষয়টি তুলে ধরেন।
অবশেষে সাকিবের সঙ্গে সম্পর্কে ফাটল ইস্যুতে আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
তামিম ইকবাল জানান, ‘সবকিছু স্বাভাবিক আছে। দলের আবহাওয়া খুব ভালো। আজ না, অনেকদিন। রেজাল্টও দেখছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিং রুম খুশি থাকে, তখন এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’
তামিম বলেন, ’আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরে মাঠে নামি তখন আমি আমার সেরাটা দেই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনো পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই। ’
এর আগে ক্রিকবাজকে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘আমি আপনাকে বলতে পারি, এটা কোনো স্বাস্থ্যকর ড্রেসিংরুম নয়। এই ব্যাপারটা (সাকিব ও তামিমের মধ্যে সম্পর্ক) এমন নয় যে আমি সমাধানের চেষ্টা করিনি। আমি তাদের দুজনের সঙ্গে কথা বলেছি এবং বুঝেছি তাদের যে সমস্যাগুলো আছে, তা নিষ্পত্তি করা সম্ভব নয়। এটা আমার পর্যবেক্ষণ।’
বিসিবিপ্রধান আরও যোগ করেন, ‘তাদের (সাকিব ও তামিম) উভয়কে একটা বার্তা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, আমি জানি না তোমাদের মধ্যে কী চলছে, তবে তোমরা যে ম্যাচ বা সিরিজ খেলছো সেখানে যেন এই সমস্যাগুলো সামনে না আসে। তারা দুজনেই এমন শর্ত মেনে চলার আশ্বাস দিয়েছেন।’
পাপন জানান আগে থেকে বর্তমানে ড্রেসিংরুমের পরিবেশ কিছুটা উন্নত হয়েছে, ‘তাদের (সাকিব ও তামিম) মাঠে এবং ড্রেসিংরুমে কথা বলতে হয়। ড্রেসিংরুমের পরিবেশটা খারাপ ছিল, তবে কিছুটা উন্নতি হয়েছে। এই ইংল্যান্ড সিরিজ থেকেই আমি তাদের সম্পর্কে পরিবর্তন চাই। তারা বাইরে যা করে তা আমার জন্য চিন্তার বিষয় নয়।’