প্রথম বাংলাদেশি হিসেবে সাকিবের ৩০০ উইকেটের মাইলফলক
সাকিব আল হাসান মানেই রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষেও ব্যাতিক্রম হয়নি। সাগরিকায় বাংলাদেশের হয়ে অনন্য মাইলফলক স্পর্শ করেন সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেটের রেকর্ড গড়েছেন দেশসেরা অলরাউন্ডার।
আজ সোমবার (৬ মার্চ) সাকিব যখন মাঠে নামেন তখন তাঁর নামের পাশে ছিল ২৯৬টি উইকেট। চার ইংলিশ ব্যাটারদের বিদায় করে প্রথম বাংলাদেশি, সবমিলিয়ে বিশ্বের ১৪তম বোলার ও বিশ্বের ষষ্ঠ স্পিনার হিসেবে ৩০০ উইকেটের ক্লাবে যোগ দেন বাংলাদেশি অলরাউন্ডার।
এ ছাড়াও বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেট ও ৬০০০ হাজার রানের ক্লাবে যোগ দিয়েছেন সাকিব। এর আগে এই রেকর্ড কেবল গড়েছিলেন শহীদ আফ্রিদি ও সনাৎ জয়াসুরিয়া।
আজ ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে দুই বিভাগেই দারুণ ছিলেন সাকিব। ব্যাট হাতে উপহার দেন দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান। বল হাতেও তুলে নেন ৪ উইকেট।
বাংলাদেশের বোলিং ইনিংসে প্রথম উইকেট নেন সাকিবই। ইংলিশ ওপেনার ফিল সল্টকে বানান নিজের প্রথম শিকার। এরপর তুলে নেন আরেক ওপেনার জস বাটলারকেও। তৃতীয় শিকার বানান জেমস ভিন্সকে। এরপর শেষ দিকে রেহান আহমেদকে শর্ট মিড উইকেটের ক্যাচ দিতে বাধ্য করে তুলে নেন নিজের চতুর্থ উইকেট। যা ওয়ানডে ক্রিকেটে সাকিবের ৩০০তম উইকেট।
সাকিবের রেকর্ডময় ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫০ রানে। এই জয়ে ২-১ ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করতে পেরেছে তামিম ইকবালের দল। সাকিব ব্যাট হাতে ৭৫ রান করার পাশাপাশি বল হাতে ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে বিশ্বসেরার হাতে।