টপ অর্ডারদের কাছ থেকে সেঞ্চুরি চান সাকিব
ইংল্যান্ডের বিপক্ষে চলতি বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ শেষ হয়েছে ২-১ ব্যবধানে। এই ফলের দায় মূলত ব্যাটারদের। যে দুই ম্যাচে বাংলাদেশ হেরেছে দুটিতেই ব্যাটিংয়ে চরম ব্যর্থ ছিল বাংলাদেশ। শেষ ম্যাচে জয় এসেছে সাকিব আল হাসানের পারফর্মে ভর করে।
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে শেষ ওয়ানডে বাংলাদেশ জয় পেয়েছে ৫০ রানে। গতকাল সোমবার (৬ মার্চ) এই ম্যাচেও ফ্লপ হয় বাংলাদেশের টপ অর্ডার। যেমন—ওপেনার লিটন দাস তিন ম্যাচেই ফ্লপ। তিন ম্যাচের মধ্যে দুটিতেই আউট হয়েছেন শূন্যতে। আরেক ম্যাচে করেন ৭ রান। তামিমের স্কোর যথাক্রমে—২৩, ২৫ ও ১১।
টপ অর্ডারদের এমন পারফরম্যান্স সাকিবের কাছে অপ্রত্যাশিত। তিনি টপ অর্ডারদের কাছ থেকে সেঞ্চুরি আশা করেন। এ ব্যাপারে সাকিব বলেছেন, ‘আমাদের টপ অর্ডার যারা ওপরে ব্যাটিং করে তাদের থেকে আমরা সেঞ্চুরির প্রত্যাশা করি। ফিফটি নয় অবশ্যই। এই একটি জায়গায় আমাদের আরো উন্নতি করতে হবে তাহলে আরো ভালো হবে।’
সেই সঙ্গে শেষ ম্যাচের জয় নিয়ে দেশসেরা অলরাউন্ডার বলেছেন, ‘আমরা শেষ ৫-৭ বছর ঘরের মাঠে বেশ ভালো খেলে আসছি। দূর্ভাগ্যজনক আমরা সিরিজটা হেরেছি তবে আমরা এই ম্যাচ থেকে গর্ব খুঁজে নিতে পারি। যেভাবে আমরা খেলেছি। আসলে গর্ব করা উচিত যেভাবে আমরা নিজেদের মেলে ধরেছি।’