সাকিবের জন্য জাতীয় দলের জার্সি পাঠাল আর্জেন্টিনা
সাকিব আল হাসান যে আর্জেন্টিনা সমর্থক তা তো এই দেশের সবারই জানা, এবার তা জেনে গেছে হাজার মাইল দূরের আর্জেন্টিনা ক্রিকেট দলও৷ তাইতো আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগে আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের জার্সি উপহার পেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আজ শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজে শেষ টি-টোয়েন্টিতে টস শেষে ফিরছিলেন অধিনায়ক সাকিব। সেই সময় আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড সাকিবের হাতে আর্জেন্টিনার সেই জার্সি তুলে দেন। পরে জার্সি হস্তান্তরের দুটি ছবি বিসিবির ফেসবুকে পেইজে শেয়ার করা হয়।
সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের একটি জার্সি গ্রহণ করেছেন। আর্জেন্টিনা পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হার্নান ফেনেল ও নারী দলের অধিনায়ক অ্যালিসন স্টোকস বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছাসহ এটি পাঠিয়েছেন। (তাদের পক্ষ থেকে) ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড জার্সিটি বাংলাদেশে নিয়ে এসেছেন।’
সাকিবকে পাঠানো ভিডিও বার্তায় আর্জেন্টিনা নারী ক্রিকেট দলের অধিনায়ক আলিসন স্টোকস বলেছেন, ‘হ্যালো সাকিব, কেমন আছেন? আমার নাম আলিসন স্টোকস। আমি আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক। আমি জানি, আপনি একটি উপহার পেয়েছেন, আশা করি আপনার পছন্দ হবে। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে কতটা সমর্থন করে, তা আমি জানি। একইভাবে আমি এবং আমরা সবাই আপনাদের দেশের ক্রিকেটকে সমর্থন করি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সৌভাগ্য কামনা করছি।’
আর্জেন্টিনা পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক এরনান ফেনেল সাকিবকে পাঠানো ভিডিও বার্তায় বলেছেন, ‘হ্যালো সাকিব। আমি এরনাম ফেনেল, আর্জেন্টিনার অধিনায়ক। সর্বশেষ বিশ্বকাপ ফুটবলে সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। জার্সিটা তারই প্রশংসাসূচক উপহার।’
জার্সি পেয়ে কী বলেছেন সাকিব, সেই বিষয়ে লিওনার্দ জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সি পেয়ে সাকিব খুশিই হয়েছেন, ‘সাকিব বেশ খুশি। সে বলেছে, আর্জেন্টিনাকে ভালোবাসে, এই জার্সিও ভালোবাসে। আর ভিডিও বার্তা পেয়েও খুব খুশি হয়েছে।’