ধোনির পা ছুঁয়ে প্রণাম করে ভাইরাল অরিজিৎ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে তারার মেলা বসেছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। একই অনুষ্ঠানে ক্রিকেট থেকে বলিউড—দুই অঙ্গনের তারকারাই মঞ্চ শেয়ার করেছেন। নাচে-গানে জমজমাট এক সন্ধ্যা উপহার দিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে নিজের সুরের মূর্ছনায় শ্রোতাদের মাতিয়ে তোলেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। এরপরই এক অভাবনীয় কাজ করে আরেকবার ভক্তদের মনে জায়গা করে নেন অরিজিৎ। যার কারণে নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন ভারতীয় তারকা।
ঘটনা খুলে বলা যাক। ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে অনুষ্ঠান শেষে বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে অরিজিৎ সিং, রশ্মিকা মান্ধানা, তামান্না ভাটিয়ারা হাজির ছিলেন মঞ্চে। একই মঞ্চে আসেন প্রথম ম্যাচের দুই অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং মহেন্দ্র সিং ধোনি।
ধোনিকে সামনে থেকে দেখে নিজেকে সামলাতে পারেননি অরিজিৎ। কাছে পেয়েও সাধারণ ক্রিকেট ভক্তদের মতো ধোনির পা ছুঁয়ে প্রণাম করেন ভারতীয় তারকা। মুহূর্তের জন্য অপ্রস্তুত হয়ে পড়েন ধোনি। পরে নিজেকে সামলে অরিজিৎকে বুকে তুলে নেন ভারতের সাবেক অধিনায়ক। ওই মুহূর্তটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
শুধু অরিজিৎই নন, মহেন্দ্র সিং ধোনির নাম ঘোষণা পর পুরো স্টেডিয়াম জুড়ে দর্শকরা চিৎকার করে ওঠেন। স্বাগত জানান, প্রিয় তারকাকে।
আজ শুক্রবার (৩১ মার্চ) আহমেদাবাদে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের ম্যাচ শুরুর আগে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে একের পর এক জনপ্রিয় গানে মাতিয়ে তোলেন অরিজিৎ সিং। এরপরই নাচের তালে মঞ্চ মাতান তামান্না ভাটিয়া, রশ্মিকা মান্ধানার মতো জনপ্রিয় তারকারা।