মেসিকে পেতে রেকর্ড বেতনের প্রস্তাব সৌদি ক্লাবের
পিএসজির সঙ্গে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির চুক্তি নবায়ন নিয়ে ধোঁয়াশা কাটছেই না। আসন্ন জুনে চুক্তি শেষ হবে, তবে এখনও চুক্তি নবায়ন নিয়ে ইতিবাচক কোনো খবর নেই। গুঞ্জন আছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করে নতুন কোনো ক্লাবে যোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
আজ বুধবার (৫ এপ্রিল) স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, মেসিকে নিতে চোখ কপালে তোলার মতো প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। মৌসুমে মেসিকে যে পরিমাণ অর্থ দিতে রাজি আল হিলাল তা আল নাসেরে খেলা পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর থেকেও দ্বিগুণ।
সাবেক বার্সা তারকাকে মৌসুমে ৪০০ মিলিয়ন ইউরো বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে আল হিলাল। বাংলাদেশি টাকায় যা সাড়ে চার হাজার কোটি টাকারও বেশি। প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় সাংবাদিক ফ্র্যাবিজিও রোমানো। শুধু তাই নয় রোমানোর মতে, সৌদি প্রো লিগ কিংবা মেজর লিগ সকার থেকে প্রস্তাব পেলেও ইউরোপে থাকার ইচ্ছা মেসির। কারণ তিনি আগামী বছর আর্জেন্টিনার থ্রি স্টার জার্সি পরে কোপা আমেরিকা খেলতে চান।
গুঞ্জন রয়েছে মেসিকে ফের ফেরাতে আগ্রহী স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তবে আর্থিক সংকটের পাশাপাশি নেগরেইরা কেলেঙ্কারির কারণে তা সম্ভব নাও হতে পারে। তবে মেসির চাওয়া বেতন মেটাতে উয়েফার আর্থিক নীতি ভাঙার শঙ্কায় আছে ফরাসি ক্লাব পিএসজি।
মোটা অঙ্কের অর্থে প্রস্তাবে সাড়া দিয়ে পিএসজি ছাড়বেন মেসি? না কি চুক্তি নবায়ন করে থেকে যাবেন ফরাসি ক্লাবটিতেই। তার উত্তর মিলবে কিছুদিনের মধ্যেই।