অবশেষে জানা গেল সাকিবের বোলিং অনীহার কারণ
আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা বলের দুই সিরিজে আগ্রহ নিয়ে বোলিং করেছেন সাকিব। কিন্তু লাল বলের সিরিজ শুরু হতেই বোলিং অনীহা শুরু তার। ছন্দে থেকেও সাকিবের বোলিং অনীহা নিয়ে গত ২-৩ দিন ধরে বেশ আলোচনা হচ্ছে। অবশেষে জানা গেল তার এমন অনীহার কারণ।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ জিতেছে ৭ উইকেটের ব্যবধানে। তবে টেস্টজুড়েই বোলার সাকিবকে দেখা যায়নি খুব একটা। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি।
তবে আজ শুক্রবার (৭ এপ্রিল) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব নিজেই জানালেন যথেষ্ট বোলিং না করার কারণ। সাকিব বলেন, 'না ওরকম কোনো ব্যাখ্যা নেই, মানে বোলিং সবাইকে করতেই হবে এরকম কোনো কথা নেই। আপনার কাছে ৫-৬ রকমের অস্ত্র থাকলে সবগুলো ব্যবহার করার দরকার নেই তো সবসময়।'
সাকিব আরও বলেন, ‘আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না! আমাদের যথেষ্ট বোলার আছে বিশ উইকেট নেওয়ার মতো, আমার তাদের প্রতি বিশ্বাস আছে। সেটা ওরা করে দেখিয়েছে। বিশেষত এমন একটা জায়গাতে খেলা হয়েছে, যে ধরনের পিচে আমরা খুব বেশি খেলি না। প্রথম তিনদিন খুবই ভালো উইকেট ছিল আমি বলবো, মিরপুরে সাধারণত তিনদিন এতো ভালো উইকেট থাকে না। এমনকি আজকেও ভালো উইকেট ছিল।’
সাকিব আরও যোগ করেন, ‘আপনার যদি বিশ উইকেট নিতে হয়, বোলিং অপশনটা বেশি নিতে হবে। এটার বিকল্প আসলে নেই। কম বোলিং অপশন তখনই থাকে যখন আপনি রক্ষণাত্মক মানসিকতায় থাকেন। ড্র করার চিন্তা বা কোনো রকম ব্যাটিংটা ভালো করার চিন্তা থাকে। যখন আপনি জিততে চাইবেন পাঁচ বোলার, ছয় বোলারের অপশন নিয়ে খেলবেন। বড় বড় দলগুলো এরকম অবস্থাতে আছে। বিশেষত আপনি যদি ইংল্যান্ড-ভারতের দিকে দেখেন, ওদের পাঁচ-ছয়জন মেইন বোলার, ছয়জন ব্যাটার নিয়ে ওরা খেলে।'