কাউন্সিল বাধাগ্রস্ত করতেই ভেন্যু নিয়ে টালবাহানা
বিএনপির কাউন্সিল বাধাগ্রস্ত করতে ভেন্যুর অনুমতি দিতে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন দলটির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান।
আজ সকালে জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ করেন নোমান।
নোমান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি শক্তিশালী দলকে এ সরকার সম্মেলন করতে দেবে না, এ কথা আমি বিশ্বাস করি না। কিন্তু তারা চায়, কীভাবে আমরা অসুবিধায় পড়ি। অর্থাৎ যথাসময়ে সম্মেলন করা, সম্মেলনের কাজটা এগুলো করার জন্য তারা আমাদের পারমিশন দিচ্ছে না।’
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সোহরাওয়ার্দী উদ্যান এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল করার অনুমতি চাইলেও এখন পর্যন্ত কোনো ভেন্যুরই অনুমতি পাওয়া যায়নি বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
সরকারের ষড়যন্ত্র মোকাবিলা করেই বিএনপি কাউন্সিল করবে জানিয়ে দলটির এ নেতা বলেন, ‘তৃণমূলের প্রত্যাশা অনুযায়ী নেতৃত্ব নির্বাচিত হবে আসছে কাউন্সিলে।’