ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেওয়া সেই নাফিজ কারাগারে
জার্মানির সংবাদ সংস্থা ডয়চে ভেলের একটি ডকুমেন্টারিতে গত ৩ এপ্রিল র্যাব সম্পর্কে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে মাদক মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রণফ কুমার ভক্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
রণফ কুমার বলেন, ‘আজ মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন নাফিজকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে, নাফিজের পক্ষে তার আইনজীবী মাহমুদুল হাসান জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
গতকাল রোববার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে নাফিজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি বিদেশি মদের বোতল, ৩২টি কলারক্যান, একটি ল্যাপটপ, আইফোন, মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় এসআই রিয়াদ আহমেদ ভাটারা থানায় মাদক মামলা করেন।