বিবিএ-তে ভর্তি হলেন ক্রিকেটার রনি তালুকদার
বাইশ গজে তারা একেকজন মহাতারকা। নিজ নিজ যোগ্যতায় উঠেছেন সফলতার শিখরে। তাদের অনেকেই অনেকদূর পর্যন্ত পড়াশোনা করেছেন, আবার কেউ করেনি। পূঁথিগত বিদ্যা ছাড়াই তাদের দেশজুড়ে খ্যাতি। কেউ আবার খ্যাতি পাওয়ার পর পড়াশুনাও চালিয়ে গেছেন। এবার খেলাধুলার পাশাপাশি স্নাতক সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটার রনি তালুকদার।
গতকাল বুধবার (১৯ এপ্রিল) বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি হন রনি। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
২০১৫ সালে জাতীয় দলে যোগদানের পর থেকে আক্রমণাত্মক ব্যাটার হিসেবে খেলে আসছেন রনি তালুকদার। অফফর্মের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ঘরের মাঠে সদ্য সমাপ্ত ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দলে ডাক পান রনি।
জাতীয় দলে ফিরেই ছন্দে আছেন রনি। তবে মাঝে থেমে ছিল তার শিক্ষা জীবনের ক্যারিয়ার। যার সচল রাখতে এবার সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রীন রোডের ক্যাম্পাসে এসে বিবিএ বিভাগে ভর্তি হয়েছেন রনি।
এ সময় রনি তালুকদার বলেন, ‘এতদিন পর পড়াশোনা শুরু করতে পেরে আমার ভালো লাগছে। সোনারগাঁও ইউনিভার্সিটি এ দেশের খেলোয়াড়দের পড়াশোনার সুযোগ করে দিচ্ছে এ জন্য আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
সে সময় রনি আরও বলেন, ‘আমি এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পড়াশোনা শেষ করতে চাই। আগামী মে মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের ওয়ানডে ম্যাচ শেষ করে আমি ইউনিভার্সিটির পড়াশোনায় মনোযোগ দেব। আমাকে ভর্তির সুযোগ করে দেয়ার জন্য আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। সোনারগাঁও ইউনিভার্সিটি এখন আমার ইউনিভার্সিটি। এ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমি গর্বিত।’
খেলাধুলার পাশাপাশি যে পড়াশোনার প্রতি ক্রিকেটারদের আগ্রহ বেড়েছে তার বড় প্রমাণ সাকিব আল হাসান-মাহমুদউল্লাহরা। যারা সম্প্রতি যথাক্রমে গ্র্যাজুয়েশন ও পোস্ট-গ্র্যাজুয়েশন শেষ করেছেন। যে তালিকায় আছেন এনামুল হক বিজয়ও। তিনিও সম্প্রতি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।