হায়দরাবাদকে হেসেখেলে হারাল ধোনির চেন্নাই
হার দিয়ে আইপিএলের চলতি আসর শুরু করা সানরাইজার্স হায়দরাবাদ জয়ের ধারায় ফিরেই যেন খেই হারিয়ে ফেলছে। মাঝে দুই ম্যাচ জিতলেও গত দুই ম্যাচে হেরে টেবিলের তলানির দিকে আইপিএলে ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা। নিজেদের ষষ্ঠ ম্যাচে এবার চেন্নাইয়ের কাছে হারল হায়দরাবাদ। ব্যাটে-বলের দাপটে হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস।
আজ শুক্রবার ( ২১ এপ্রিল) চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে স্কোরবোর্ডে ১৩৪ রান তোলে হায়দরাবাদ। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৮.৪ ওভারেই জয় তুলে নেয় চেন্নাই। এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও পক্ত করল ধোনির দল।
আগে ব্যাটিংয়ে নেমে হায়দরাবাদের দুই ওপেনার হ্যারি ব্রুক ও অভিষেক শর্মা দারুন শুরু এনে দেন। যদিও দলীয় ৩৫ রানে গত ম্যাচে ১০০ রান করা ব্রুক বিদায় নিলে বড় ধাক্কা খায় হায়দরাবাদ। সেই ধাক্কা সামলে এরপর ত্রিপাঠিকে নিয়ে জুটি গড়েন অভিষেক। যদিও তাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৭১ রানে বিদায় নেন অভিষেক। ২৬ বলে ৩৪ রান করে ফেরেন ত্রিপাঠি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও মার্করাম-ক্লাসেনদের ব্যাটে ভর করে স্কোরবোর্ডে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রানের সংগ্রহ দাঁড় করায় হায়দরাবাদ। চেন্নাইয়ের হয়ে জাদেজা সর্বোচ্চ ৩টি উইকেট নেন।
১৩৫ রানে সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার রিতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। এই দুই ওপেনার হায়দরাবাদ বোলারদের তুলোধুনো করে পাওয়ার প্লের ৬ ওভারেই কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৬০ রান তুলে ফেলে। এরপর দলীয় ৮৭ রানে প্রথম উইকেট হারায় চেন্নাই। ৩০ বলে ৩৫ রান করে আউট হন গায়কোয়াড়।
তার বিদায়ের পর বাকি কাজটা সারতে খুব বেশি সমস্যা হয়নি অন্য ব্যাটাদের। শেষমেষ ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ধোনির দল। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৭৭ রানে অপরাজিত ছিলেন কনওয়ে।