শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদী মুশফিক
ব্যাট হাতে কিংবা কিপিং গ্লাভস পরে তাঁর নানা কীর্তির কথা কারো অজানা নয়। তবে শুধু ক্রিকেট-দক্ষতায় নয়, মানবিক গুণাবলিতেও মুশফিকুর রহিম অনন্যসাধারণ। এ মুহূর্তে দেশের আলোচিত ঘটনা হবিগঞ্জের সুন্দ্রাটিকি গ্রামে নির্মমভাবে চার শিশু হত্যা। এমন বর্বর ঘটনায় মর্মাহত মুশফিক প্রতিবাদ জানিয়েছেন নিজস্ব ভঙ্গিতে, কিছুটা অভিনব উপায়ে।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক শিশু হত্যার প্রতিবাদে একটি বোর্ড বানিয়েছেন। বোর্ডটির ওপরে ইংরেজিতে লেখা, ‘দয়া করে এমন ঘৃণ্য কাজ বন্ধ করুন।’ মাঝে বাংলায় ‘চার শিশুকে মেরে লাশ বালুচাপা’ লিখে একটা গ্রাফ দিয়েছেন মুশফিক। গ্রাফটিতে ২০১২ সাল থেকে বাংলাদেশে শিশু হত্যার পরিসংখ্যান দেওয়া হয়েছে। পাশেই দুই নিহত শিশুর ছবি।
বোর্ডটি দুই হাতে নিয়ে ছবি তুলে তা ফেসবুকে নিজের পেজে পোস্ট করেছেন মুশফিক। স্ট্যাটাসের জায়গায় লিখেছেন, ‘আমরা কি জীবনেও বদলাব না? এসবের শেষ কবে? আমাদের মানবতা কোথায় হারিয়ে গেল? শিশু নির্যাতন কোনো ভাবেই মেনে নেওয়া যায় না...’
গত বছর সিলেটে রাজন, খুলনায় রাকিব আর বরগুনায় রবিউলকে নির্যাতন করে হত্যারও প্রতিবাদ জানিয়েছিলেন মুশফিক। গত আগস্টে ঢাকা শিশু হাসপাতালে সুবিধাবঞ্চিত চিকিৎসাধীন শিশুদের হাতে খেলনা তুলে দেওয়ার পর নির্যাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছিলেন তিনি। এবার হবিগঞ্জের বর্বরোচিত ঘটনারও প্রতিবাদ জানালেন বাংলাদেশের ক্রিকেট-তারকা।