লিটনকে আরেকটি সুযোগ দেবে কলকাতা?
আইপিএলে নিজের অভিষেক ম্যাচটা হয়তো ভুলে যেতে চাইবেন ওপেনার লিটন দাস। ব্যাটিংয়ের পাশাপাশি গ্লাভস হাতে উইকেটের পেছনে লিটনের পারফরম্যান্স ছিল ছন্নছাড়া। এমন হতাশাজনক পারফরম্যন্সের পর একাদশে তার সুযোগ পাওয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
আজ রবিবার (২৩ এপ্রিল) ঘরের মাঠ ইডেন গার্ডেনসে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে কলকাতা। এই ম্যাচে পয়েন্ট টেবিলের ৮ এ থাকা কলকতার জয় পাওয়া খুবই দরকার। কারণ নিজেদের শেষ তিন ম্যাচে হারের স্বাদ নিয়েছে কলকাতা। তাই জয়ের ধারায় ফিরতে মরিয়া শাহরুখ খানের মালিকানাধীন দলটি। স্বাভাবিকভাবেই এই ম্যাচে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে কেকেআর।
আর সেই হিসেবে দলে লিটনের সুযোগ পাওয়াটা মোটেও সহজ হবে না। কারণ চেন্নাইয়ের বিপক্ষে ভিন্ন পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে কলকাতাকে। এ ছাড়া গত ম্যাচে গুরবাজের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছিলেন লিটন। পারেননি আস্থার প্রতিদান দিতে। তাই আবারও যদি গুরবাজকে একাদশে ফেরানো হয় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এবারের আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচে সুযোগ পেয়েছেন গুরবাজ। এক ম্যাচে ফিফটিরও দেখা পেয়েছেন এই আফগান ব্যাটার।
লিটনের সঙ্গে গুরবাজের লড়াইয়ে এখন পর্যন্ত গুরবাজকেই এগিয়ে রাখতে হবে। তবে লিটনকে আরও একটি ম্যাচে সুযোগ দিতে পারে কলকাতা। কারণ লিটনের সামর্থ্য সম্পর্কে ভালোই ধারণা রয়েছে দলটির। অন্তত আরও একটি সুযোগ দিতে পারে দলটি। আর তেমনটা হলে নিজেকে দ্বিতীয় ম্যাচেই প্রমাণ করতে চাইবেন এই ব্যাটার।