মুম্বাইয়ের বিপক্ষে গুজরাটের বড় জয়
একই পিচে শুরুতে রানের ফুলঝুরি ফুটিয়েছে গুজরাট টাইন্টান্সের ব্যাটাররা। পরের ইনিংসেই ব্যাট করতে যেন কষ্টই হচ্ছিল মুম্বাইয়ের ব্যাটারদের। হিমশিম খেয়ে যাচ্ছিলো রান পেতে। ব্যাটিং-বোলিং উভয় বিভাগে ব্যর্থ মুম্বাই গড়তে পারেনি ন্যূনতম প্রতিরোধ।
আইপিএলে মঙ্গলবার (২৫ এপ্রিল) মুখোমুখি হয় গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইকে ৫৫ রানের বড়ব্যবধানে হারায় গুজরাট।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে গুজরাট করে ২০৭ রান। জবাব দিতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রানে থামে মুম্বাই।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠান মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। ১২ রানের মাথায় ঋদ্ধিমান সাহাকে (৪) আউট করে অধিনায়কের আস্থার প্রতিদান দেন অর্জুন টেন্ডুলকার। সেই আস্থার আনন্দ বেশিক্ষণ থাকেনি। গুজরাটের দ্বিতীয় উইকেট যায় দলীয় ৫০ রানে হার্দিক পান্ডিয়া (১৩) আউট হলে। ওপেনার ঋদ্ধিমান ব্যর্থ হলেও আরেক ওপেনার শুভমান গিল খেলেন ৩৪ বলে ৫৬ রানের ঝলমলে ইনিংস। তবে গুজরাটকে দুইশো ছাড়ানো সংগ্রহ এনে দেওয়ার অন্যতম দুই কারিগর ডেভিড মিলার ও অভিনব মনোহর। মিলার ২২ বলে ৪৬ ও মনোহর ২১ বলে ৪২ রানের ঝড়ো দুটি ইনিংস খেলেন। আর শেষবেলায় রাহুল তেওতিয়ার ৫ বলে অপরাজিত ২০ রানের ক্যামিওতে ৬ উইকেটে ২০৭ রানের বড় সংগ্রহ পায় গুজরাট।
মুম্বাইয়ের হয়ে ২ উইকেট পান পিযুষ চাওলা। ১ টি করে উইকেট ঝুলিতে পুরেন অর্জুন টেন্ডুলকার ও জেসন বেহরেনডর্ফ।
জয়ের লক্ষ্যটা বিশাল। সেই বিশাল লক্ষ্যের সামনে দলকে বিপদে ফেলে যান রোহিত শর্মা। ৮ বলে ২ রান করে গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বলে তার হাতেই ক্যাচ তুলে দেন রোহিত। মুম্বাইয়ের স্কোরবোর্ডে তখন সবে ৪ রান।
আরেক ওপেনার ঈষাণ কিশানও খেলেন ২১ বলে ১৩ রানের মন্থর ইনিংস। রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিলক ভার্মা (২)। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ হারায় মুম্বাই।
ক্যামেরন গ্রিন ও সূর্যকুমার যাদব চেষ্টা করেছিলেন প্রাথমিক বিপর্যয় সামাল দিতে৷ কিন্তু প্রতিরোধ বেশিক্ষণ টিকে থাকেনি। ২৬ বলে ৩৩ করে গ্রিন ও ১২ বলে ২৩ রান করে আউট হন যাদব। দুজনই পরিণত হন নূর আহমেদের শিকারে। অসম্ভব জেনেও শেষ চেষ্টাটা করেছিলেন নেহাল ওয়াধিরা। কিন্তু ২১ বলে ৪০ করে সাজঘরে ফেরেন তিনি। মুম্বাইও থামে ১৫২ রানে। গুজরাট পায় বড় জয়ের দেখা।
গুজরাটের পক্ষে নূর নেন ৩ টি উইকেট। ২ টি করে উইকেট পান রশিদ খান ও মোহিত শর্মা
এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট। অন্যদিকে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মুম্বাইয়ের অবস্থান সাত নম্বরে।