সরকারের হিংস্রতা শুধু রাজপথেই নয়, কারাগারেও : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই সরকারের হিংস্রতা শুধু রাজপথেই নয়, কারাগারেও। সেখানে রাজবন্দীরা অমানবিক জীবনযাপন করছেন। আমাকে একা একটি প্রিজন ভ্যানে দাঁড়িয়ে আদালতে আনা হতো। আমি শারীরিকভাবে অসুস্থ। গাড়ি ব্রেক করলে আমি পড়ে যেতাম। পরে, হাইকোর্টের নির্দেশে আমার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়।’
আজ বুধবার (২৬ এপ্রিল) রাজধানীর আদাবরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা এসব কথা বলেন। সদ্য কারামুক্ত রিজভীকে দিনভর ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
রিজভী বলেন, ‘আমাদের নেতাকর্মীরা আজ অনেক বেশি উজ্জীবিত। এই সরকার জুলুম অত্যাচার করে নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারিনি। আজকে যে লড়াই সেটি গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে, তারই প্রতিফলন আজ আমি দেখতে পাচ্ছি।’
আক্ষেপ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘ঈদের আগে আমি সবকয়টি মামলায় জামিন পেয়েছি। তবে, ছুটকো অজুহাতে আমাকে মুক্তি দেওয়া হয়নি। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে দেওয়া হয়নি।’
গতকাল বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান রিজভী। এরপরেই প্রাইভেটকার যোগে নিজ বাসভবনে যান তিনি। বাসভবনে যাওয়ার পর থেকে দলের অসংখ্য নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।