চড়া দামে বিক্রি হয়েও আইপিএলে খেলার সুযোগ পাননি যারা
মাঝপথে চলে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর। প্রথম পর্বে প্রতিটি দলটি খেলে ফেলেছে ৮টি করে ম্যাচ। কিন্তু এত ম্যাচ হয়ে গেলেও চড়া দামে বিক্রি হওয়া অনেকেই এখনো খেলার সুযোগ পাননি।
তাঁদের মধ্যে উল্লেখ্যযোগ্য নাম হলো—কুইন্টন ডি’ক, জশ হেইজেলউড, লুনগি এনগিডি, জো রুট ও ম্যাথু ওয়েড। নিলাম থেকে চড়া দামে এই তারকাদের কিনে নেওয়া হলেও দেওয়া হয়নি খেলার সুযোগ।
এবারের আইপিএলে লখনৌতে নাম লেখান দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কুইন্টন ডি’কক। ৬.৭৫ কোটি রুপি দিয়ে এই তারকাকে কিনে নেয় লখনৌ। কিন্তু এই ক্রিকেটারকে এখনো এক ম্যাচেও সুযোগ দেয়নি লখনৌ। তাঁর বদলে ওপেনিংয়ে সুযোগ পাওয়া কাইল মায়ার্সই আস্থার প্রতিদান দিচ্ছেন। এ ছাড়া উইকেটকিপিং করছেন আরেক বিদেশি তারকা নিকোলাস পুরান। তাই আর সুযোগ পাচ্ছেন না ডি কক। বেঞ্চে বসেই সময় কাটছে এই প্রোটিয়া তারকার।
অন্যদিকে জশ হেইজেলউডকে ৭.৭৫ কোটি রুপি দিয়ে গেল আসরেই দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গেল আসরে তিনি ১২টি ম্যাচে খেলার সুযোগ পান। কিন্তু এবার চোটের কারণে প্রথম সাত ম্যাচে খেলতে পারেননি। তার বদলে বিদেশি বোলার হিসাবে নিয়মিত খেলছেন ডেভিড উইলি। এবার পরের ম্যাচগুলোতে কাকে খেলায় বেঙ্গালুরু সেটাই দেখার অপেক্ষা।
২.৪০ কোটি রুপিতে ২০২২ সালের নিলামে ম্যাথু ওয়েডকে কিনেছে গুজরাট টাইটান্স। ওই আসরেই কয়েক ম্যাচ খেলেছেন। কিন্তু এবার আর সুযোগ পাননি তিনি।
এক কোটি রুপিতে ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক জো রুটকে কিনেছে রাজস্থান রয়্যালস। কিন্তু রুটকে একটি ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি। সামনের দিকে সুযোগ দেওয়া হবে কি না সে ব্যাপারেও নিশ্চয়তা নেই।
২০২২-এর নিলামে ৫০ লাখ রুপিতে লুনগি এনগিডিকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। কিন্তু এখনও দিল্লির জার্সি পরে মাঠে নামার সুযোগ পাননি এনগিডি। তাঁর দেশীয় সতীর্থ আনরিখ নরকিয়াকেই খেলাচ্ছে দিল্লি।