জমকালো আয়োজনে উন্মোচিত হলো উইমেন্স লিগের ট্রফি-বল
মেয়েদের লিগ মাঠে গড়ানোর পরিকল্পনা অনেক আগের। সব কিছু মেলাতে না পারায় এখনও শুরু হয়নি বাংলাদেশ নারী ফুটবলের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগটি। শুধু বাংলাদেশ নয়, এটি দক্ষিণ এশিয়াতেই প্রথম আয়োজন হতে চলেছে। টুর্নামেন্টের সূচি এখনও চূড়ান্ত হয়নি। এর আগে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হলো বাংলাদেশ উইমেন্স সুপার লিগের ট্রফি ও বল।
ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ নারী ফুটবলার, বিনোদন অঙ্গনের তারকাদের উপস্থিতিতে উন্মোচিত হয় ট্রফি ও বল। উপস্থিত ছিলেন আয়োজনের সত্ব পাওয়া প্রতিষ্ঠান কে স্পোর্টস ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।
আসরের প্রস্তাবিত সময় ২২ মে থেকে ৫ জুন। খেলবে চারটি দল। মেয়েদের দল না পাওয়ায় আরও আগে শুরু হতে গিয়েও হয়নি এটি। শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে চলেছে দক্ষিণ এশিয়ার প্রথম নারী ফ্র্যাঞ্জাইজি আসরটি। খেলবে দক্ষিণ এশিয়াসহ এশিয়া ও এশিয়াসহ ইউরোপের ফুটবলাররা, যা বাংলাদেশের ফুটবলের জন্যই ভালো।
এ প্রসঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘এখানে দক্ষিণ এশিয়া, এশিয়া ও ইউরোপের খেলোয়াড়রা আসবে। আমি আশা করছি, বাংলাদেশের ফুটবলের যে অবস্থাটা এখন আছে, তার চেয়ে ভিন্ন চিত্রই মানুষ দেখবে।’
আয়োজন নিয়ে কে স্পোর্টসের নির্বাহী পরিচালক ফাহাদ করিম বলেন, ‘এটি বাংলাদেশের একটি ইউনিক স্পোর্টস কনটেন্ট হবে। আপনারা আইএসএল শুনলে যেমন ভারত, বিগব্যাশ শুনলে জানেন অস্ট্রেলিয়ার; সেভাবেই আমরা চাই, একটা সময় পর আমাদের উইমেন্স লিগটাও এমন হয়ে উঠুক, যেন পুরো এশিয়ার মধ্যে একটি জনপ্রিয় স্পোর্টস লিগ হয়ে ওঠে।’
আয়োজনে চমক হিসেবে ছিল আন্তর্জাতিক আর্চার উরিশা কেলির পারফরম্যান্স। বাংলাদেশের মেয়েদের ফুটবল নিয়ে এনটিভিকে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি। কেলি বলেন, ‘বাংলাদেশের মেয়েদের খেলা আমার তেমন দেখা হয়নি। এখানে এসে খেলার ভিডিও দেখেছি। ওদের পারফরম্যান্স দেখে আমি অভিভূত। আমি ওদের সাফল্য কামনা করি।’