কোহলির উচ্ছৃঙ্খল আচরণে ক্ষেপেছেন সাবেক ক্রিকেটাররা
আইপিএলে বার বার বিতর্কে জড়াচ্ছেন বিরাট কোহলি। সবশেষ লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এই আরসিবি তারকা। এমন আচরণে কোহলি ও গম্ভীরকে শাস্তি দিতে ভুল করেনি বিসিসিআই। আর বার বার কোহলির এমন আচরণে বিরক্ত সমর্থকরাও।
এবার কোহলিকেই তুলোধুনো করলেন সাবেক দুই ক্রিকেটার অনিল কুম্বলে ও রবিন উথাপ্পা। গতকাল সোমবার (১ মে) জিও সিনেমার অনুষ্ঠানে উথাপ্পা বলেন, ‘আমি বিরাট কোহলির অন্যতম বড় সমর্থক। কিন্তু ও যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে, সেটার একেবারেই সমর্থক নই আমি। ওর বয়স এখন আর ২১ নয়। যে কিনা ওরকম আগ্রাসী সেলিব্রেশন করবে। বিরাট এখন পরিণত ক্রিকেটার। তাকে দেখে কোটি-কোটি তরুণ ক্রিকেটার অনুপ্রাণিত হয়, উদ্বুদ্ধ হয়। বিরাটের এরকম আগ্রাসী আচরণে যে ওই তরুণদের কাছে ভালো বার্তা যাবে না।’
ওই অনুষ্ঠানে কুম্বলে বলেন, ‘যে কোনও ম্যাচে আবেগের বিচ্ছুরণ নয়। কিন্তু এখানে সেইসব আবেগের বহিঃপ্রকাশ করতে চায় না খেলোয়াড়রা। মাঠের মধ্যে যাই হোক না কেন, বিপক্ষকে সম্মান জানাতে হবে। খেলাটাকে সম্মান জানতে হবে। মাঠে যাই হোক না কেন, ম্যাচের পর হাত মেলাতে হবে।’
অবশ্য ভারতের জাতীয় দলে কুম্বলে কোচ হিসেবে কাজ করার সময়ও কোহলির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। যার জেরে দায়িত্বই ছাড়তে হয় কুম্বলেকে। অন্যদিকে উথাপ্পা কলকাতা নাইট রাইডার্সের সাবেক ক্রিকেটার। দীর্ঘদিন গম্ভীরের সঙ্গে খেলেছেন তিনি। কোহলির আচরণ নিয়ে যে শুধু তারা সমালোচনা করছেন, বিষয়টি মোটেও এমন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনদের অনেকেই কোহলিকে ধুয়ে দিয়েছেন।