মাশরাফিকে মাহমুদউল্লাহর অভিনন্দন
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জাতিসংঘের শুভেচ্ছা দূত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। দলের অধিনায়কের এমন অর্জনে গর্বিত পুরো ক্রিকেট দলই। তাই মাশরাফিকে অভিনন্দন জানিয়েছেন দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় মাহমুদউল্লাহ।
খেলাধুলায় অসামান্য অবদান রাখায় জাতিসংঘ মাশরাফিকে শুভেচ্ছাদূত হিসেবে বেছে নিয়েছে। এরই অংশ হিসেবে এখন থেকে তিনি জাতিসংঘের হয়ে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন কল্যাণ ও সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করবেন। দু-একদিনের মধ্যেই জাতিসংঘ থেকে এই ঘোষণা আসবে বলে নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে মাহমুদউল্লাহ বলেন, ‘বাংলাদেশ অধিনায়ক জাতিসংঘের শুভেচ্ছাদূত হওয়ায় পুরো দেশের মানুষদের মতো, আমরা ক্রিকেটাররাও গর্বিত বোধ করছি। তাই ক্রিকেটারদের পক্ষ থেকে তাঁকে আমাদের অভিনন্দন।’
এদিকে আর দুদিন পরই ঘরের মাঠে বসছে এশিয়া কাপ। এই আসর সম্পর্কে মাহমুদউল্লাহ বলেন, ‘দলের প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে। তাই খেলোয়াড়দের আত্মবিশ্বাস এখন বেশ ভালো জায়গায় রয়েছে। এবারের এশিয়া কাপে তাই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়ব। এই আসরকে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছি না।’
আর টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভালো না খেলা প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘সবাই বলে টি-টোয়েন্টিতে আমরা ভালো দল নই। দলের স্ট্রাইক রেট হয়তো তা বলে দেয়। তবে এখন আমাদের সামনে সুযোগ এসেছে নিজেদের প্রমাণ করার। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আশা করছি, এই চ্যালেঞ্জে আমরা জয়ী হতে পারব।’