ক্যানসারে আক্রান্ত হিথ স্ট্রিকের অবস্থা গুরুতর
মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে যাচ্ছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। হতাশার খবর হলো, তাঁর অবস্থা আগে থেকে আরও গুরুতর। বর্তমানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে ভর্তি আছেন বাংলাদেশের একসময়ের বোলিং কোচ হিথ স্ট্রিক।
এক বিবৃতিতে স্ট্রিকের অবস্থার খবর জানিয়েছে তাঁর পরিবার। এক বিবৃতিতে পরিবার বলেছে, ‘হিথ মানসিকভাবে শক্ত আছে। ক্রিকেট মাঠে প্রতিপক্ষের সঙ্গে যেভাবে লড়াই করেছে, একইভাবে সে এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাবে। হিথের পরিবার আশা করছে, আপনারা এটিকে গোপনীয় পারিবারিক বিষয় হিসেবে দেখবেন। পরিবারের এই ইচ্ছাকে সম্মান জানাবেন।’
এ ছাড়া এক টুইট বার্তায় জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী লিখেছেন, ‘হিথ স্ট্রিক তার শেষ পর্যায়ে রয়েছেন। তার পরিবার যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ আফ্রিকার পথে। অলৌকিক কোনো ঘটনাই তাকে বাঁচাতে পারবে। প্রার্থনা করুন।’
এর আগে গতকাল শনিবার (১৩ মে) রাতে ক্রিকেটওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে স্ট্রিকের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক শন উইলিয়ামস। তিনি বলেন, ‘হিথের কোলন ও লিভারের ক্যান্সার এখন চতুর্থ স্তরে। এই পর্যায়ে আমি যা জানি তা হলো হিথের পরিবারকে দক্ষিণ আফ্রিকায় তার কাছে যাওয়ার জন্য ডাকা হয়েছে এবং আমি বিস্তারিত কিছু জানি না। আমি হিথকে মেসেজ করেছিলাম এবং সে সাড়া দিয়েছিল। কিন্তু আমি নিশ্চিত এই পর্যায়ে পরিবার গোপনীয়তা চাইবে। মনে হচ্ছে ক্যান্সার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।’