যে কারণে লিভারপুল কোচকে এক কোটি টাকা জরিমানা
ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে জয়ের পর রেফারি পল টিয়েরনিকে নিয়ে সমালোচনা করেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। এই ঘটনার জন্য দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ৭৫ হাজার পাউন্ড। বাংলাদেশি টাকায় যার পরিমান এক কোটি টাকারও বেশি।
এক বিবৃতিতে খবরটি জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। নিষেধাজ্ঞার কারণে আগামী রোববার ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না ক্লপ। তবে পরের ম্যাচের নিষেধাজ্ঞাটি পরের মৌসুম পর্যন্ত স্থগিত। তাই এই মৌসুমে আর সমস্যায় পড়তে হচ্ছে না।
গত ৩০ এপ্রিল হওয়া টটেনহ্যামের বিপক্ষে সেই ম্যাচে বেশ উত্তেজনা ছড়ায়। ম্যাচের অতিরিক্ত সময়ে দিয়েগো জোতার জয়সূচক গোলের পর টাচলাইন দিয়ে দৌড়ে ম্যাচের চতুর্থ অফিশিয়ালের কাছে গিয়ে চিৎকার করেছিলেন ক্লপ। ওই মুহূর্তে হলুদ কার্ড দেখানো হয় তাকে।
ম্যাচটিতে ৪-৩ গোলে জেতে লিভারপুল। জয়ের পর সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘টিয়ের্নির(রেফারি) সঙ্গে আমাদের অতীত ইতিহাস আছে। আমাদের প্রতি তার কিসের ক্ষোভ জানা নেই। সে দাবি করে কোনো সমস্যা নেই, কিন্তু তা সত্যি হতে পারে না। সে আমাকে যে কোন চোখে দেখে সেটাই বুঝতে পারি না। হ্যাঁ, আমি অমন উদ্যাপন না করলেও পারতাম। কিন্তু আমাকে হলুদ কার্ড দেখানোর সময় সে যা বলেছে, তা ঠিক হয়নি।’