লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব
বাংলাদেশের ক্রিকেটের ফেরিওয়ালা বলা চলে সাকিব আল হাসানকে। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে লাল-সবুজের অন্যতম সফল প্রতিনিধি তিনি। এবার নতুন মিশন শ্রীলঙ্কায়। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন সাকিব আল হাসান।
শ্রীলঙ্কার এই লিগটিতে সাকিব খেলবেন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে। এমনটিই জানিয়েছে বিভিন্ন শ্রীলঙ্কান সংবাদমাধ্যম।
এলপিএলের প্রাথমিক নিলামে সাকিব ছাড়াও ছিলেন লিটন দাস ও আফিফ হোসেন। তবে নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সাকিব। তিনি ছিলেন সরাসরি চুক্তি করতে ইচ্ছুকদের দলে।
শেষ পর্যন্ত সাকিবকে সরাসরিই চুক্তিবদ্ধ করেছে লঙ্কান প্রিমিয়ার লিগের দল গল গ্ল্যাডিয়েটর্স। লঙ্কান প্রিমিয়ার লিগে এটিই সাকিবের প্রথম অংশগ্রহণ। গলে সতীর্থ হিসেবে সাকিব পাচ্ছেন লঙ্কান তারকা দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকসেকে।
আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১১ জুন। সেদিন জানা যাবে বাকি দুই বাংলাদেশি লিটন ও আফিফ দল পাবেন কিনা। আর আসর শুরু হবে ৩১ জুলাই থেকে। আফিফ গত আসরে এলপিএলে খেলেছিলেন। এবারও দল পান কিনা তা জানা যবে নিলামের পর।