রেলবিচ্ছিন্ন সিলেট
পাহাড়ি ঢলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও ভানুগাছের মধ্যবর্তী একটি সেতুর একপাশ থেকে মাটি সরে যাওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগের মধ্যে পড়েছেন অনেক যাত্রী।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা থেকে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
সকালে সহকারী স্টেশন মাস্টার আরো বলেন, ‘পাশের স্টেশন থেকে লোকজন এসে কাজ শুরু করেছে। তবে সন্ধ্যা ৬টার আগে মনে হয় না ট্রেন চলাচল স্বাভাবিক হবে। যাত্রীদের বিষয়টি বিবেচনা করে দুপুর ১২টার পর শ্রীমঙ্গল থেকে ঢাকা ও চট্টগ্রামের দিকে কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হতে পারে।’
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, শ্রীমঙ্গল ও ভানুগাছের মধ্যবর্তী ভাড়াউড়া চা বাগানের জানকিছড়া এলাকায় ১৫৭ নম্বর সেতুর একপাশ থেকে মাটি সরে যাচ্ছে দেখেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে ঘটনাস্থল থেকে রেলওয়ে কুলাউড়ার প্রকৌশলী পীযূষ কান্তি দে জানান, ভারি বর্ষণে মাটি সরে গিয়ে ১৫৭ নম্বর সেতুর প্রায় ২০ ফুট উচ্চতার গাডার ১৪ ফুটে নেমে এসেছে। মেরামতের কাজ করছেন। এরই মধ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ায় শমসেরনগর স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেসসহ শায়েস্তাগঞ্জ ও আশপাশের স্টেশনে আরো কয়েকটি ট্রেন আটকা পড়েছে।
এর ফলে যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের দুর্ভোগও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।