কোনো দেশ রাজনৈতিক সংলাপের প্রস্তাব দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংলাপ আহ্বান বা সংলাপে সহায়তার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো প্রস্তাব পায়নি। এমনকি নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান সাংবিধানিক বিধান বহির্ভূত কোনো কাঠামোগত পরামর্শও আমরা পাইনি কোনো বিদেশি মহল থেকে।’
রোববার (১১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
রাজনৈতিক সংলাপ শুরু করার বিষয়ে সরকার অন্য কোনো রাষ্ট্রের চাপের মধ্যে আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘চাপের কথা ভুলে যান, আমরা কোনো দেশ বা সংস্থার কাছ থেকে এমন কোনো প্রস্তাব পাইনি।’
জাতিসংঘের সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো প্রয়োজন নেই। যুদ্ধ বা ব্যাপক সংঘাতময় পরিস্থিতিতেই জাতিসংঘকে ভূমিকা রাখতে হয়।’
শাহরিয়ার আলম বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন কাজ করছে এবং নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা আসবেন। এদেশ সফরকালে বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় ইসির নির্দেশনা মেনে চলবে।’