খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান ইসলামী আন্দোলনের
খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার (১২ জুন)। এ নির্বাচনের ভোট গণনাও শেষ হয়েছে। মেয়র পদে খুলনায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। এক লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। অন্যদিকে, বরিশাল পেয়েছে নতুন নগরপিতা। সেখানে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বিপুল ভোটে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। বেসরকারি ফল ঘোষণার আগেই ফলাফল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। দলটির পক্ষ থেকে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এ ঘোষণা দেন।
বরিশালের চাদমারিতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুফতী রেজাউল করিম বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে খুলনা ও বরিশালের সিটি নির্বাচনে নজিরবিহীন ভোট জালিয়াতি করেছে। এ দুই সিটি নির্বাচনে সরকার জনগণের রায় ছিনিয়ে নিয়েছে। আমরা নির্বাচন কমিশনের আশ্বাসে বিশ্বাস করে প্রতারিত হয়েছি। সরকার আমাদের দেওয়া কথা রাখেনি।’
এদিকে, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। একইসঙ্গে ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে।