হায়েনার কামড়ে কবজি বিচ্ছিন্ন শিশুকে দেখতে পঙ্গু হাসপাতেলে তথ্যমন্ত্রী
ঢাকা চিড়িয়াখানায় খাঁচায় বন্দি হায়েনার কামড়ে কবজি বিচ্ছিন্ন হয় দুই বছর বয়সী শিশু সাঈদের। বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছে এই শিশু। তাকে দেখতে আজ সোমবার (১২ জুন) হাসপাতালে গেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ছিলেন।
হাসপাতালের মডেল বি ওয়ার্ডে চিকিৎসাধীন শিশু সাঈদকে দেখে তার মা-বাবাকে সমবেদনা জানান তথ্যমন্ত্রী। পরে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে সাঈদের ব্যাপারে কথা বলেন তিনি। একইসঙ্গে ওই শিশুর বাবা-মাকে আর্থিক সহায়তা করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে শিশু সাঈদ হাসান এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি। ঢাকা চিড়িয়াখানায় যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত মর্মান্তিক ও পীড়াদায়ক। আমি কাগজে দেখেছি তার বাবা আর্থিক সহায়তা চেয়েছেন। আমরা তাৎক্ষণিকভাবে সহায়তার হাত বাড়িয়েছি।’
হাছান মাহমুদ বলেন, ‘এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যাদের গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। পাশাপাশি এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য শুধুমাত্র কর্তৃপক্ষ সচেতন থাকলে হয় না, মা-বাবারও অবশ্যই সচেতন থাকা প্রয়োজন। তবে, এখানে কর্তৃপক্ষের যদি গাফিলতি থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পঙ্গু হাসপাতালের চিকিৎসকেরা শিশু সাঈদের বিশেষ যত্ন নিচ্ছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘ডাক্তাররা বলছেন, সে এখনও ছোট, মাত্র দুই বছর তিন মাস বয়স। বড় হলে তার কৃত্রিম হাত লাগানো সম্ভব হবে। এখন লাগালে তা ঠিক হবে না।’