হাইকোর্টে অবকাশকালীন ৮ বেঞ্চ গঠন
ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ আগামী ২২ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালতের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, এ সময় হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধান বিচারপতির নির্দেশনা বিষয়ক নোটিশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
নোটিশের তথ্যমতে, বিভিন্ন বিচারিক এখতিয়ার সম্পন্ন আটটি অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। এরমধ্যে তিনটি একক বেঞ্চ, বাকি পাঁচটি দ্বৈত বেঞ্চ। আগামী ২২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত এসব বেঞ্চে হাইকোর্ট বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তি করা হবে।