ক্ষমতা ছেড়ে রাজপথে আসুন, খেলা হবে : আ.লীগকে ইসলামী আন্দোলন
ক্ষমতা ছেড়ে আওয়ামী লীগ নেতাদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের নেতারা। তারা বলেছেন, ‘সাহস থাকলে ক্ষমতা ছেড়ে রাজপথে আসুন, খেলা হবে। রাতের ভোটে ক্ষমতায় এসে দেশে ফেরাউনের শাসন কায়েম করেছেন। স্বৈরশাসকদের ন্যায় আপনাদের পতনও এখন সময়ের ব্যাপার মাত্র।’
আজ শুক্রবার (১৬ জুন) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলনের নেতারা এসব কথা বলেন। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর ওপর হামলা ও ভোট কারচুপির প্রতিবাদে দলটি এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
সমাবেশে ইসলামী আন্দোলনেরর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ‘লুটেরা ও দেশবিরোধী এ সরকারের পতনের এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। দীর্ঘ ১৫ বছর ধরে জগদ্দল পাথরের ন্যায় তারা জোর করে ক্ষমতায় বসে আছে।’
দেশে কোনো সরকার নেই উল্লেখ করে সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ‘যারা বর্তমানে ক্ষমতায় আছে তারা অবৈধ সরকার। তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। এই সরকার যত তাড়াতাড়ি পদত্যাগ করবে, জাতির তত মঙ্গল হবে। দেশ ও দেশের মানুষ মুক্তি পাবে।’
দলটির মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, ‘একটি কথা প্রচলিত আছে—চোরের দশ দিন, গৃহস্থের একদিন। বর্তমান সরকারের ক্ষেত্রে বাক্যটি অত্যন্ত যথার্থ। কাজেই চোরেরগোষ্ঠী সতর্ক না হলে কঠিন খেসারত দিতে হবে।’
প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, ‘বর্তমান সিইসি একটি দলবাজ, আওয়ামী ক্যাডার, তাবেদার। সিইসি কীভাবে বলতে পারল, একজন বুজুর্গ আলেম মুফতি ফয়জুল করীম তো ইন্তেকাল করেনি? তাহলে হাবিবুল আউয়ালরা কি ফয়জুল করীমের লাশ কামনা করেছিলেন? এই দলবাজ, সেবাদাস মেরুদণ্ডহীন ও অথর্ব হাবিবুল আউয়াল এক মুহূর্তও ক্ষমতায় থাকতে পারবে না।’
ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুবনেতা মাওলানা নেছার উদ্দিন, শ্রমিকনেতা মাওলানা খলিলুর রহমান, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, দক্ষিণ সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, মুফতী ফরিদুল ইসলাম প্রমুখ।