অবৈধ সম্পদ অর্জন
ডিআইজি মিজানসহ ৪ জনের বিরুদ্ধে মামলার রায় আজ
অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চারজনের বিষয়ে রায় আজ দুপুরে প্রকাশ করা হবে। আজ বুধবার (২১ জুন) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমাম এই রায় ঘোষণা করবেন। গত ৫ জুন আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক রায়ের নতুন দিন ধার্য করেন।
নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চার জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তিন কোটি সাত লাখ পাঁচ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।