ময়মনসিংহে পলাতক দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার
ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৫ জুন) দুপুরে ঈশ্বরগঞ্জ ও ফুলপুর থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তারি পরোয়ানভুক্ত আসামিরা হলেন ফুলপুরের মাহাবুব আলম মণ্ডল (৭০) এবং ঈশ্বরগঞ্জের মো. হাসিম উদ্দিন ওরফে আবুল হাসেম (৬৫)।
আজ দুপুরে ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নের বগাপোতা গ্রাম থেকে আসামি মো. হাসিম উদ্দিন ওরফে আবুল হাসেমকে গ্রেপ্তার করা হয়। তিনি গতকাল শনিবার গোপনে ঈশ্বরগঞ্জে এসে তাঁর দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে আত্মগোপন করেছিলেন। অন্যদিকে ময়মনসিংহ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় মেয়ের বাসা থেকে ফুলপুরের মাহাবুব আলম মণ্ডলকে গ্রেপ্তার করে ফুলপুর থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিই লুটপাট ও অগ্নিসংযোগে হিন্দু সম্প্রদায়ের সদস্যকে পাকসেনা ক্যাম্পে সোপর্দ এবং নির্যাতনের পর হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামালায় অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত।