হৃদয়কে কত টাকা সালামি দিলেন সাকিব?
বাংলার ক্রিকেটে সাকিব আল হাসান নামটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। সাকিব সব সময় আলোচনায় থাকেন, ঈদেও ছিলেন! ঈদে পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরি করেছেন অলরাউন্ডার। রিকশায় চড়েছেন স্ত্রীকে নিয়ে, চা খেয়েছেন টং দোকানে। সবকিছুর মাঝে জুনিয়র ক্রিকেটারদের ঈদ সালামি দিতেও ভোলেননি সাকিব।
সাকিব এবার সালামি দিয়েছেন তাওহিদ হৃদয়কে। বাংলাদেশ জাতীয় দলের এই নবীন ক্রিকেটার সাকিবের কাছ থেকে পাওয়া ঈদ সালামির ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন। সাকিবের কাছ থেকে সালামি পেয়ে উচ্ছ্বসিত তরুণ এই ব্যাটার।
ছবিতে দেখা যায়, সাকিবের কাছ থেকে প্রাণবন্ত হাসিতে সালামি গ্রহণ করছেন হৃদয়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘কিংবদন্তি সাকিব আল হাসান ভাইয়ের কাছ থেকে ঈদের সালামি পেয়ে ধন্য ও সম্মানিত বোধ করছি! তার উদারতার কোনো সীমা নেই এবং তার আতিথেয়তা আমাকে আনন্দিত ও কৃতজ্ঞ করেছে। এই ঈদ সবার জন্য সুখ ও আশীর্বাদ নিয়ে আসুক।’
সাকিবের কাছ থেকে ঈদ সালামি হিসেবে এক হাজার টাকার নোট পান তরুণ বাংলাদেশি ক্রিকেটার তাওহিদ হৃদয়।