আজীবন পরাধীন করে রাখার চিন্তা মানে বোকার স্বর্গে বসবাস : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কেউ যদি মনে করে এ দেশকে আজীবন পরাধীন করে রাখবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করবে। সারা বিশ্বে যারা গণতন্ত্র ও বাকস্বাধীনতায় বিশ্বাস করে, তারা এ সরকারকে ধিক্কার জানায়।’ আজ মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টন ভাসানী মিলনায়তনে এক দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
রিজভী বলেন, ‘আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে থাকবে, তারাই মুক্তিযোদ্ধা। আর যারা বিরোধিতা করবে, তারা রাজাকার।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজের দেশের মানুষকে বন্দি রেখেছেন। এ জন্য জনগণ আপনাকে ক্ষমা করবে না।’
বিএনপির জ্যৈষ্ঠ এই নেতা বলেন, ‘সরকার আবারও একতরফা নির্বাচনের চেষ্টা করছে। নির্বাচনের আগে বিরোধী নেতাকর্মীদের সাজা দিচ্ছেন। এগুলো কেন করছে, সবকিছুই দেশবাসী ভালো করে জানে। গদি যদি একবার নড়বড়ে হয়ে যায়, তখন কেউ ঠিক থাকে না। কোনো ছকই কাজে আসবে না।’