বিশ্বকাপ রাঙাতে বড় কিছু করতে চান সাকিব
বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান এক নক্ষত্রের নাম। সাকিব থাকা মানে দলে একজন বাড়তি খেলোয়াড় থাকা। বিশ্বসেরা অলরাউন্ডার নিজেকেই নিজে ছাপিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত ভাঙছেন-গড়ছেন নতুন রেকর্ড। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতেও গড়েন এমন এক রেকর্ড, যেখানে তিনি ছাড়া আর কেউ নেই।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের বিরল ‘ডবল’ নেই বিশ্বে আর কোনো ক্রিকেটারের। শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ৩৯ রান করেন সাকিব। বল হাতে পান এক উইকেট। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪১৬ ম্যাচে সাকিবের রান এখন ১৪,০১০, উইকেট সংখ্যা ৬৭৪।
ম্যাচ জয় ও এমন অর্জনের সুখস্মৃতি নিয়ে আগামীকাল শুক্রবার (১৪ জুলাই) সিলেটে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করা হয় তার অর্জন ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে।
সাকিব বলেন, ‘লক্ষ্য আসলে জানি না। বিশ্বকাপ পর্যন্ত চেষ্টা করব যত বেশি অবদান রাখতে পারি। দ্যান পরের ধাপের পরিকল্পনাটা করতে পারব। তা ছাড়া, যে কোনো মাইলফলকই অনুপ্রেরণা দেয়। ভালো করতে উদ্বুদ্ধ করে। আল্টিমেটলি কতটা ভালো লাগছে সেটা হয়তো অবসরের পর বোঝা যাবে।’
সাকিব নিজেও জানেন দলে তিনি কতটা গুরুত্বপূর্ণ। গত বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন সাকিব। আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও চান সেটা ধরে রাখতে। ক্যারিয়ার শেষে নির্দিষ্ট কোনো জায়গায় নিজেকে দেখতে চান কিনা জানতে চাইলে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব বলেন, ‘যেহেতু আমার দুইটা দিক আছে এবং দুই দিকেই দেশের জন্য অবদান রাখতে পেরেছি, এটা অবশ্যই আমার কাছে খুব ভালো লাগার বিষয়। ক্যারিয়ার শেষে নামের পাশে বড় কোনো অঙ্ক (রান ও উইকেট) দেখার মতো কিছু নেই। তবে, বিশ্বকাপে বড় কিছু চাই।’