আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে যেতে হবে : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় না করলে গুম, খুন, ক্রসফায়ার থামবে না। তরুণরা প্রতিদিন হত্যাকাণ্ডের শিকার হবে। আপনারা আপনাদের নিজের ভোট দিতে পারবেন না। শেখ হাসিনা আপনাদের ভোট হরণ করেছে। তাই আন্দোলন করে তাকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের এই আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে যেতে হবে।’
সরকারের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলন সফল করতে আগামীকালের পদযাত্রা কর্মসূচিতে ঢাকাবাসীকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আজ সোমবার (১৭ জুলাই) বিকেলে রিজভী রাজধানীর শান্তিনগর, মালিবাগ, মৌচাক ও মগবাজার মোড়ে নেতাকর্মীদের নিয়ে পথসভা করেন এবং লিফলেট বিতরণ করেন।
রিজভী বলেন, ‘আগামীকাল ও পরশুদিনের পথসভা গণতন্ত্রের জন্য, মানুষের কথা বলার জন্য, মানুষের বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটাতে হবে। এ জন্য কাল থেকে পথসভা ও এক দফার আন্দোলন শুরু হবে। পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।’
বিএনপির এই মুখপাত্র বলেন, 'দেশের জনগণের গণতন্ত্রের জন্য, কথা বলার স্বাধীনতার জন্য আমাদের এই পদযাত্রাকে সফল করতে হবে। মানুষ এখন পরাধীন, মানুষের কোনো স্বাধীনতা নেই। একটি সন্ত্রাসী রাজত্বে আমরা এখন বাস করছি। এভাবে চলতে পারে না। আমাদের মুক্তির জন্য আগামীর আন্দোলন গড়ে তুলতে হবে।’
ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে রিজভী আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আগামীকাল আমাদের পদযাত্রা হবে, এই পথযাত্রায় আপনারা সবাই শামিল হবেন। পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। বিএনপির নেতৃত্বে আন্দোলন চলবে। আর এজন্য আগামীকালের পদযাত্রায় আপনারা সবাই অংশগ্রহণ করে পদযাত্রাকে সফল করবেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ বছর ধরে দেশের মানুষকে পরাধীন করে রেখেছে মন্তব্য করে বিএনপির এই শীর্ষনেতা বলেন, 'এই সরকারের পতন না হলে কারও কোনো নিস্তার নেই, কেউ বেঁচে থাকতে থাকতে পারবে না।’
পথসভায় জাতীয়তাবাদী মৎসজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, ছাত্রদলের সহ-সভাপতি মাহবু্ব মিয়া, মিলাদ উদ্দীন ভূইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।