শেখ হাসিনা জোটের শরিকদের সঙ্গে বসছেন আগামীকাল
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় দেড় বছর পর ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। আগামীকাল বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল ১৯ জুলাই (বুধবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে কেন্দ্রীয় ১৪ দলের একসভা অনুষ্ঠিত হবে। সভায় আমন্ত্রিত নেতাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু অনুরোধ জানিয়েছেন।’
জোটের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরিকদের নিয়ে সর্বশেষ বৈঠক করেছিলেন গত বছরের ১৫ মার্চ। ওই বৈঠকটি হয়েছিল ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসার প্রায় তিন বছর পর।
এবার শেখ হাসিনা জোটের শরিকদের নিয়ে এমন একসময় বৈঠক করতে যাচ্ছেন, যখন বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোটের যৌথ সরকার পতনের একদফা আন্দোলন চলছে।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে ওই বৈঠকে জোটের প্রতিটি শরিক দলের দুজন করে শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কেরা বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।