একদফা আন্দোলনে সরকারকে বিদায় করা হবে : মঈন খান
এক দফা আন্দোলনে সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ বুধবার (১৯ জুলাই) সকালে রাজধানীর আবদুল্লাপুরে বিএনপির টানা দ্বিতীয় দিনের পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে আবদুল মঈন খান এ কথা বলেন।
আবদুল মঈন খান বলেন, ‘১৫ বছর ধরে স্বৈরাচারী সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। এজন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। গণতন্ত্র কায়েম করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা একদফা আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’