বিশ্বকাপে কেন টানা পাঁচ দিন কেঁদেছিলেন নেইমার?
খেলার পাশাপাশি মাঠের বাইরের নানা কর্মকাণ্ডে প্রায়ই আলোচনায় থাকেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। আবারও আলোচনায় এই তারকা ফুটবলার। তবে মাঠের পারফরম্যান্স নয়, এবার আলোচনায় এলেন কান্না করে।
ব্রাজিলের জনপ্রিয় সাংবাদিক ও ইউটিউবার কাসিমিরোকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতার বিশ্বকাপের সময় নিজের অভিজ্ঞতা তুলে ধরেন নেইমার। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর বরাত দিয়ে যা প্রকাশ করেছে জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন।
কাসিমিরোকে দেওয়া সেই সাক্ষাৎকারে নেইমার জানান, কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর অবসর নিতে চেয়েছিলেন তিনি। শুধু তাই নয় বিশ্বকাপের সময় টানা পাঁচ দিন কেঁদেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
নেইমার বলেন, ‘বিশ্বকাপের পর আমি আর জাতীয় দলের জার্সিতে ফিরতে চাইনি। তবে আমি যেহেতু সাফল্যের জন্য ক্ষুদার্থ, তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি। বিশ্বকাপের পর আমি আর কষ্ট পেতে চাইনি। নিজের পরিবারকে কষ্টে দেখাটাও সহজ নয়।’
ক্রোয়োশিয়ার বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমি ক্রোয়েশিয়ার বিপক্ষে ওই ম্যাচের হার কোনোভাবেই মেনে নিতে পারিনি। টানা পাঁচদিন কেঁদেছি আমি। কারণ আগে একটি গোল দিয়ে এরপর গোল হজম করে ট্রাইবেকারে হারা, এটা সত্যিই মেনে নেওয়া যায় না। আমাদের ড্রেসিংরুমের অবস্থাও খুবই বাজে ছিল। আমার এই পাশে একজন অন্যপাশে আরেকজন কাঁদছিল। যেটা পরিস্থিতি আরও কঠিন করে তোলে আমার জন্য।’
কাতার বিশ্বকাপের বুকভরা স্বপ্ন নিয়ে গেলেও কোয়ার্টার ফাইনালেই থামতে হয় সেলেসাওদের। ট্রাইবেকারে ৪-২ ব্যবধানে হারতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। যা বাড়িয়েছে তাদের হেক্সা জয়ের অপেক্ষা।